শিরোনাম
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইনকিলাব সম্পাদক বাহাউদ্দীনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

১ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহিভর্‚ত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বাহাউদ্দীন ইনকিলাব এন্টারপ্রাইজ অ্যান্ড পাবলিকেশনস, মেসার্স শাহীন অ্যান্ড ব্রাদার্স এবং কাদেরিয়া পাবলিকেশনসের পরিচালক। জানা গেছে, বাহাউদ্দীন ১ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহিভর্‚ত সম্পদ অর্জন করেছেন। তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। বাহাউদ্দীনের বিরুদ্ধে ২০১৬ সালে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানের সময় সম্পদের বিবরণীর নোটিস জারি করা হলে তিনি ২০১৭ সালের ১ নভেম্বর দুদকে সম্পদ বিবরণী জমা দেন। সেখানে তিনি ১ কোটি ৬৫ লাখ টাকার সম্পদের তথ্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর