মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অধ্যক্ষকে পানিতে ফেলায় আরও চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের আরও চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে গত রবিবার গভীর রাতে তিনজনকে ও গতকাল সকালে একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী মহানগরীর আসাম কলোনির শাহ আলমের ছেলে মেহেদী হাসান হিরা (২৩), রবিউল ইসলামের ছেলে মেহেদী হাসান আশিক (২৩), সাধুর মোড় এলাকার নোমানের ছেলে নাবিউল উৎস (২০) এবং ছোটবনগ্রাম এলাকার খন্দকার আলমগীরের ছেলে নজরুল ইসলাম (২৩)। তারা সবাই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে গতকাল সকালে ওই ঘটনার তদন্তে আসেন কারিগরি শিক্ষা অধিদফতরের গঠন করা কমিটির সদস্যরা। পাশাপাশি ছাত্রলীগের গঠন করা কমিটির সদস্যরাও আসেন। তারা শিক্ষকদের সঙ্গে কথা বলেন। যে পুকুরে অধ্যক্ষকে ফেলা হয়েছিল, সেই পুকুরের গভীরতা মাপা হয়। কারিগরি শিক্ষা অধিফতরের কমিটির সদস্যরাও প্রত্যেক শিক্ষকের বক্তব্য লিপিবদ্ধ করেন। আর ছাত্রলীগ নেতারা অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর