মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুদকের অভিযানে ১৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

বিপুল পরিমাণ অবৈধ গ্যাসের সংযোগ ব্যবহারের অভিযোগে ঢাকার সাভারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক টিমের উপস্থিতিতে সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন   কো¤পানি লিমিটেড অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়ার আমতলা এলাকায় তিন কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে সংযুক্ত ১৮০০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ ছাড়া ট্রেস কোয়ালিটি নামক এক শিল্প কারখানার গ্যাসের অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, একটি সংঘবদ্ধ চক্র, ঠিকাদার ও স্থানীয় দালালরা প্রতিটি শিল্পকারখানা ও বাড়ির মালিকদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধ সংযোগ প্রদান করেছে। ফলে বৈধ গ্যাস সংযোগগুলোতে গ্যাস-সংকট তৈরি হওয়া ছাড়াও সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পরে দুদকের সমন্বিত  জেলা কার্যালয়, ঢাকা-১ এর একটি এনফোর্সমেন্ট টিম অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর