মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিএনপি চায় না রোহিঙ্গারা ফেরত যাক : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চায় না রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক। তারা সেটি চায় না, কারণ রোহিঙ্গারা থাকলে তাদের সুবিধা। তারা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করতে পারে। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।  তথ্যমন্ত্রী বলেন, ভাসানচরে তাদের (রোহিঙ্গাদের) বাসস্থান নির্মাণ করা হয়েছে। সব ‘সেফটি মেজর’ নিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নৌ-বাহিনীর সহায়তায় সেখানে এ কাজগুলো করা হয়েছে। মন্ত্রী বলেন, ‘কিছু এনজিও নিজের সুবিধার্থে এর বিরোধিতা করেছিল, সেই এনজিওগুলোকে চিহ্নিত করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে ভাসানচরে নেওয়ার বিরোধিতা নয়, রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক-সেটিরই বিরোধিতা করছেন। কারণ তারা গেলে তো তাদের রাজনীতি করার সুযোগটা থাকে না।’ তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমার প্রশ্ন, যে রোহিঙ্গারা এখন যেখানে আছে, ভাসানচরে তার চেয়ে অনেক ভালো ব্যবস্থাপনা হচ্ছে। তারপরও তারা সেটির বিরোধিতা কেন করেন, এটি আমার বোধগম্য নয়। তথ্যমন্ত্রী জানান, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিশোর আলো পত্রিকার অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ছাত্রের মৃত্যুর ঘটনা মন্ত্রিপরিষদে অনির্ধারিত আলোচনায় কয়েকজন উপস্থাপন করলে সবাই এ বিষয়ে উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিষয়টি তদন্ত হবে, তদন্ত হলে কাদের গাফিলতি ছিল, কীভাবে এ ঘটনা ঘটেছে এবং কেন একজন ছাত্রের মৃত্যুর পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়া হলো, সে বিষয়গুলো নিশ্চয়ই বেরিয়ে আসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর