মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চিকিৎসা সরঞ্জাম কিনে ৫৬ কোটি টাকা তছরুপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঔষধ নীতি উপেক্ষা করে বাজারমূল্যের চেয়ে অস্বাভাবিক উচ্চমূল্যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি কেনার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ঔষধাগার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা ও রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৫ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার ৬২৯ টাকা তছরুপের অভিযোগ ওঠেছে। সরকারের বিশেষ অডিট রিপোর্টে এসব জালিয়াতি ও অনিয়মের আটটি আপত্তি নিয়ে সংসদীয় কমিটি ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি দায়ীদের কাছ থেকে বিধিমোতাবেক ক্ষতিপূরণসহ অর্থ আদায়ের সুপারিশ করা হয়েছে। গতকাল রুলস অব প্রসিডিউরের ২০৫ বিধি অনুযায়ী কমিটির বৈঠকে দায়ী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়, ফলে দুইজন দায়িত্বশীল কর্মকর্তা বিধিমোতাবেক অভিযোগ থেকে দায় মুক্ত হওয়ার সুযোগ পান। তবে অপর ছয়টি অডিট আপত্তি কমিটির নির্দেশনার আলোকে যথাযথভাবে নিষ্পত্তির সুপারিশ করা হয়। সংসদ ভবনের কেবিনেট কক্ষে গতকাল সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী। কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আবদুস শহীদ, মো. আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার, আহসানুল ইসলাম (টিটু), বেগম ওয়াসিকা আয়েশা খান, মো. জাহিদুর রহমান বৈঠকে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর