মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডাকসুর সেই নেতাদের অপসারণ চেয়ে নোটিস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ডাকসুর জি এস গোলাম রাব্বানীসহ ‘অবৈধভাবে’ ভর্তি হওয়া ডাকসু ও হল সংসদের নেতাদের ভর্তি বাতিল ও পদ থেকে অপসারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর দুটি আইনি নোটিস পাঠানো হয়েছে। গত ৩ নভেম্বর ‘সাধারণ ছাত্র অধিকার পরিষদে’র যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান ও বিন ইয়ামিন মোল্লার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়্যুম স্বাক্ষরিত নোটিস দুটি পাঠানো হয়। এক সপ্তাহের মধ্যে নোটিসের জবাব না দিলে সুপ্রিম কোর্টে রিট পিটিশন করা হবে বলেও নোটিসে বলা হয়েছে। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ছাত্রলীগের সাবেক ও বর্তমান ৩৪ নেতার ‘নিয়মবহির্ভূতভাবে’ ভর্তির খবর প্রকাশিত হয়। তাদেরর মধ্যে সাতজন কেন্দ্রীয় ডাকসু ও একজন হল সংসদে নির্বাচন করে জয়ীও হয়েছেন। অভিযোগ আছে, পরীক্ষা ছাড়াই নিয়মবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভর্তির সুযোগ দিয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানও চিরকুটের মাধ্যমে সুপারিশ করে তাদের ভর্তির ব্যবস্থা করেছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়। পরে আরেকটি প্রতিবেদনে ডাকসু জি এস গোলাম রাব্বানীর ভর্তিও ‘নিয়মবহির্র্ভূত’ বলে জানা যায়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনও করতে দেখা গেছে। নোটিসের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান পাননি বলে জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর