Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৫ নভেম্বর, ২০১৯ ২৩:১৮

সিলেটে যুবদলের আহ্বায়ক কমিটির শোডাউন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে যুবদলের আহ্বায়ক কমিটির শোডাউন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে শো ডাউন হয়েছে। গতকাল বিকালে নগরীর দরগাহ গেট এলাকা থেকে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিল বের করে যুবদল। বিভিন্ন সড়ক ঘুরে মিছিল শেষ হয় নগরীর নয়াসড়ক পয়েন্টে গিয়ে। এর আগে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে আহ্বায়ক কমিটির নেতারা হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারতকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন। যুবদল নেতাদের মধ্যে জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগরের আহ্বায়ক নজিবুর রহমান নজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

 প্রসঙ্গত, ১৯ বছর পর শুক্রবার সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। এ নতুন কমিটির প্রথম মাঠের কর্মসূচি ছিল গতকাল।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর