শিরোনাম
বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
নিরাপত্তা চেয়ে থানায় জিডি

রাবি স্কুলের শিক্ষককে অধ্যক্ষের হুমকি

রাজশাহী বিশ^বিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুলের প্রভাষক হরেন্দ্রনাথ রায়কে হুমকি দেওয়ার অভিয়োগ উঠেছে একই বিদ্যালয়ের অধ্যক্ষ শফিউল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় গত রবিবার নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী শিক্ষক। জিডি সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের অধ্যক্ষ শফিউল আলমের স্ত্রী একই বিদ্যালয়ের শিক্ষক দুরুল হুদার বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ২৭ অক্টোবর ওই মামলা প্রসঙ্গে হরেন্দ্রনাথ রায়সহ একই বিদ্যালয়ের আরও দুজন শিক্ষক একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন। সেখানে ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীর শাস্তি দাবি করেন। ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিদ্যালয়ের অধ্যক্ষ শফিউল আলম গত ২ নভেম্বর ভুক্তভোগী শিক্ষককে ফোন করে তার অফিস কক্ষে ডেকে নিয়ে মামলা ও চাকরির ক্ষতি করার হুমকি দেন। এর আগে ওই বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেনকে চাকরিচ্যুত করার সময় তার পক্ষে কথা বলায় দুটি ইনক্রিমেন্ট ও প্রমোশন স্থগিত করার হুমকি দিয়েছিলেন বলে ডায়েরিতে দাবি করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের শিক্ষককে অধ্যক্ষের হুমকির অভিযোগে রবিবার রাতে ভুক্তভোগী শিক্ষক জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাবি স্কুলের অধ্যক্ষ শফিউল আলম অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর