বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নব্য জেএমবির চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ সংগঠন নব্য জমিয়াতুল মুজাহেদিন অব বাংলাদেশের (জেএমবি) চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরা হলেন- আরিফ মোল্লা (২৮), ইলিয়াস হোসেন ওরফে মিঠু (২৮), ফরহাদ আলী ওরফে ফুয়াদ (৩১) ও মুনতাসিম বিল্লাহ ওরফে সাব্বির (২১)। রবিবার রাজধানীর রমনা স্টার গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রপন্থি বই ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা গত বছরের মাঝামাঝিতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সঞ্জয়পুর গ্রামে নাগর নদীর তীরে রাকিবুল হাসান ওরফে আরতুগুলের নেতৃত্বে কথিত আইএসের মিডিয়ায় প্রচারের জন্য ভিডিও ধারণ করে। পরবর্তীতে নরসিংদীর ‘অপারেশন গর্ডিয়ান নট’ পরিচালনার পর রাকিবুল ওরফে আরতুগুল গ্রেফতার হলে বাকিরা আত্মগোপনে চলে যায়। সম্প্রতি অনুরূপ আরেকটি ভিডিও বানানোর জন্য তাদের নির্দেশনা দেন তাদের কথিত আমির। সেই নির্দেশনা অনুসারে কীভাবে ভিডিও বানানো যায় সে বিষয়ে পরামর্শের জন্য ঢাকায় তারা আসেন।

 এ ছাড়া তারা অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করে উগ্রবাদী মতাদর্শ প্রচার এবং তাদের সংগঠনের জন্য সদস্য সংগ্রহে তৎপর ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর