বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকা লিট ফেস্ট শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ঢাকা লিট ফেস্ট’। বাংলা একাডেমি চত্বরে ফেস্টের নবম আসর বসবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা লিট ফেস্টের আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্, আহসান আকবর, কাজী আনিস আহমেদ, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, প্লাটিনাম স্পন্সর সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন প্রমুখ। তিন দিনের এ আয়োজনে অংশ নেবেন ম্যানবুকার পুরস্কারের তালিকাভুক্ত সাহিত্যিক মনিকা আলী, উপমহাদেশের অন্যতম সাহিত্যিক শংকর, পুলিৎজার বিজয়ী লেখক জেফরি গেটলম্যান, ডিএসসি পুরস্কারজয়ী সাহিত্যিক এইচ এম নাকভি, লেখক উইলিয়াম ডালরিম্পল, ভারতীয় রাজনীতিক শশী থারুর, কবি তিশানি দোশি, প্রমুখ। বিশ্বের পাঁচটি মহাদেশের দুই শতাধিক সাহিত্যিক, বক্তা, চিন্তাবিদ, পারফর্মার অংশ নেবেন। বলে জানানো হয়। এই উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্মিত ‘হাসিনা : অ্যা ডটার্স টেল’।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর