Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৬ নভেম্বর, ২০১৯ ০১:৪৬

মহানগর আওয়ামী লীগের সম্মেলন ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

মহানগর আওয়ামী লীগের সম্মেলন ৩০ নভেম্বর

ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৩০ নভেম্বর আয়োজনের নির্দেশ দিয়েছেন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর আওয়ামী লীগের দুই শাখার সম্মেলন একযোগে আয়োজনের নির্দেশ দেন তিনি। গতকাল রাতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা মহানগর নেতাদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন। গণভবন থেকে বের হয়ে কেন্দ্রীয় নেতারা দুই মহানগরের শীর্ষ নেতাদের তারিখ জানিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, আগামী ৩০ ডিসেম্বর দুই মহানগরের সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর