শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে হিমাগারের ফাঁদে আলু চাষিরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে হিমাগারের ফাঁদে আলু চাষিরা

রাজশাহীতে আলুর একটি হিমাগার কর্তৃপক্ষের ফাঁদে পড়েছেন কয়েক হাজার চাষি। তাদের অভিযোগ, হিমাগার কর্তৃপক্ষ তাদের সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দিয়েছিল। তাই চাষিরা ঋণ নিয়েছেন। কিন্তু এখন আদায় করা হচ্ছে ১৬ শতাংশ সুদ। আর হিমাগারে প্রতিবস্তা আলু রাখার জন্য ভাড়া বলা হয়েছিল ২০০ টাকা। কিন্তু এখন বিক্রির সময় বস্তাপ্রতি আলু ভাড়া ধরা হচ্ছে ২৬০ টাকা। রাজশাহীর রহমান কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ। এর মালিক শিল্পপতি ফজলুর রহমান। রাজশাহীর পবা ও তানোর উপজেলায় তার পাঁচটি হিমাগার আছে। এর মধ্যে পবার আলাইবিদিরপুর এলাকার একটি হিমাগারের সামনে গতকাল আলু চাষিরা বিক্ষোভ করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক আলু চাষি রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। তারা চাষি ঋণের সুদ ও অতিরিক্ত বস্তা ভাড়া আদায় বন্ধের দাবিতে নানা শ্লোগান দেন। রহমান গ্রুপের মহাব্যবস্থাপক আবদুল হালিম বলেন, ‘রাজশাহীর সব কোল্ড স্টোরেজে বস্তাপ্রতি আলুর ভাড়া ২৬০ টাকা। আমাদের এখান থেকে ২০০ টাকা নেওয়ার কথা বলা হয়েছিল কি না সেটা আমার জানা নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর