শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় মাছ-মাংস বিক্রিতে প্রতারণা বন্ধে বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মাছ-মাংস বিক্রিতে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে কৃষি বিপণন অধিদফতর। নির্দেশনা না মানলে ১৬ নভেম্বর থেকে অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে নিউমার্কেট, সান্ধ্য বাজার ও দৌলতপুর বাজারের ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া গত কয়েকদিন ধরে বিভিন্ন বাজার এলাকায় সতর্কতামূলক এই বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, খুলনার কয়েকটি বাজারে মাছ-মাংস বিক্রেতারা তাজা মাছ বা মাংসের সঙ্গে বাসি মাছ বা মাংস মিশিয়ে বিক্রি, বরফের কুচিসহ মাছ বিক্রি, বড় মাছের সঙ্গে ছোট মাছ মিশিয়ে বিক্রি, সোনালি মুরগিকে দেশি মুরগি বলে বিক্রি করে। এতে প্রতিনিয়ত ক্রেতারা প্রতারিত হচ্ছেন।

 জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার বলেন, কয়েকটি বাজারে অসাধু ব্যবসায়ীদের প্রতি ক্রেতাদের ক্ষোভ চরমে পৌঁছেছে। এ কারণে প্রতারণা বন্ধে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর