রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্রেন চলবে গতি কমিয়ে ৫০ কিলোমিটারে

ঘূর্ণিঝড়ের ‘ঝুঁকি’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে যাত্রীদের নিরাপত্তা এবং ঝুঁকি এড়াতে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলো এ সংকেত থাকাকালীন  ৫০ কিলোমিটার গতিতে চলাচল করবে। খোলা রয়েছে সতর্ক বিভাগ ও কন্ট্রোল রুম। রিপোর্ট লেখা পর্যন্ত ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরসহ এর আশপাশের দ্বীপ ও চরগুলোতে। এসব অঞ্চল দিয়ে চলাচল করে রেলওয়ের পূর্বাঞ্চলের সব কটি ট্রেন। তবে সরকারি বন্ধের দিনেও রেল প্রশাসনও কাজ করছে বলে জানান পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কোনো ট্রেন শিডিউল বাতিল করার কোনো সম্ভাবনা নেই এখনো পর্যন্ত। চট্টগ্রাম থেকে সব ট্রেন ঠিক সময়েই যাত্রা করবে। এতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে নিয়মিত ট্রেনের গতির চেয়ে আরও কম গতিতে চলাচল করবে সব ট্রেন। মহানগর গোধূলী তিনটায়, মহানগর এক্সপ্রেস দুপুর ১২টা ৩০ মিনিটে, মেঘনা এক্সপ্রেস চাঁদপুরের উদ্দেশ্যে বিকাল ৫টা ১৫ মিনিটে, সোনার              বাংলা বিকাল ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আশা করছি তূর্ণা এক্সপ্রেস রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং ঘূর্ণিঝড়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায়  রেলওয়ে পূর্বাঞ্চলের সব বিভাগ প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি। একই কথা বললেন পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এডিশনাল জিএম) সরদার শাহাদাত আলীও। গতকাল সকাল থেকেই রেলওয়ে পূর্বাঞ্চলের সব বিভাগের দায়িত্বশীলরা দফায় দফায় বৈঠক করছেন। এতে রেলওয়ের প্রতিটি বিভাগের প্রধান, অতিরিক্ত, ডেপুটিসহ অনেকেই বৈঠক করেছেন। এতে বিভাগের দায়িত্বশীলদের নির্দেশনাও দেওয়া রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব সময় প্রস্তুতও রয়েছেন রেল প্রশাসন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর