রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের অগ্নিনির্বাপণ মহড়া

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের অগ্নিনির্বাপণ মহড়া

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে গতকাল সফলভাবে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয় -বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের একটি ফ্যাক্টরিতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে অনুষ্ঠিত মহড়ার দৃশ্য ছিল এ রকম : গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে কেরানীগঞ্জ উপজেলার পানগাঁওয়ে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের একটি ফ্যাক্টরির চার তলায় হঠাৎই দেখা যায় কালো ধোঁয়া। সঙ্গে সঙ্গে বেজে ওঠে ফ্যাক্টরির ইমারজেন্সি সাইরেন। কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠানটির নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিট ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।   আগুন নিয়ন্ত্রণে এলে ভবন থেকে আহত অবস্থায় বেশ কয়েকজন শ্রমিককে নামিয়ে এনে প্রাথমিক চিকিৎসা দেন ইউনিট দুটির কর্মীরা। গুরুতর আহত কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য পাঠান হাসপাতালে। মহড়া শেষে ফ্যাক্টরির কর্মচারীদের শেখানো হয় ফায়ার ডিস্টিংগুইশের ব্যবহার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীনের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। বসুন্ধরা গ্রুপের সেক্টর ‘এ’-এর চিফ হিউম্যান রিসোর্স অফিসার ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজাসহ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মোস্তফা মোহসীন বলেন, ‘জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে এ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হলো। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় আমরা সফলভাবে মহড়া সম্পন্ন করতে পেরেছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর