রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে নতুন শাসন পদ্ধতি অনিবার্য : রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ও দলতান্ত্রিক ব্যবস্থা দিয়ে রাষ্ট্রকে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। রাষ্ট্র এখন কাঠামোগতভাবেই অগণতান্ত্রিক ও আমলাতান্ত্রিক হয়ে পড়েছে। বিদ্যমান শাসন ব্যবস্থার রূপান্তরে কাঠামোগত ভাবেই রাষ্ট্র অক্ষম। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে নতুন শাসন ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে। গতকাল বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জেএসডি কার্যালয়ে ‘কাউন্সিল-২০১৯’-এর প্রস্তুতি   পরিষদের সভায় তিনি এ কথা বলেন। কাউন্সিল-২০১৯ প্রস্তুতি পরিষদের আহ্বায়ক আবদুল মালেক রতনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশারফ হোসেন, এস এম রানা চৌধুরী, আবদুল্লাহ আল তারেক, সামছুল আলম নিক্সন, বোরহান উদ্দিন চৌধুরী রোমান প্রমুখ।

ঘূর্ণিঝড় বুলবুলের সম্ভাব্য আঘাত মোকাবিলায় জনগণের পাশে থাকার জন্য আ স ম রব নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে সংশ্লিষ্ট এলাকার জনগণের জানমাল রক্ষা, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজ এবং সাহায্য সহযোগিতা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা প্রসঙ্গে আ স ম রব বলেন, ভিসির পদত্যাগের দাবিতে জাবি ছাত্র-শিক্ষকদের দীর্ঘ চার মাসের আন্দোলনের ওপর হামলা ও আন্দোলন দমনের অপচেষ্টা চলছে। ভিসিকে বহাল রেখে ছাত্র-শিক্ষকদের দুর্নীতির প্রমাণ দিতে ব্যর্থ হলে ব্যবস্থাগ্রহণের হুমকিসহ ছাত্র-শিক্ষকদের আন্দোলনকে উসকানি ও অবৈধ তকমা দেওয়া মূলত দুর্নীতিকে রাষ্ট্রীয়করণেরই নামান্তর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর