রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মিল্কভিটায় দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

মিল্কভিটায় দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

মিল্কভিটায় কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বেগবান করতে মিল্কভিটায় সমবায় কার্যক্রমকে আরও বেশি গতিশীল করার সুপারিশ করে কমিটি। বৈঠকে মিল্কভিটার কার্যক্রম ডিজিটালাইজ করতে সফটওয়্যার তৈরির ক্ষেত্রে সরকারের আইসিটি বিভাগ সম্পৃক্ত করার সুপারিশ করা হয়। এ ছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলে গোচারণ ভূমি তৈরির বিষয়টি যাচাই-বাছাই করেত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। গতকাল অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির সপ্তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে মিল্কভিটা রেস্ট হাউজ সংলগ্ন ব্রিফিং কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ। বৈঠকে কমিটির সদস্য ইসমত আরা সাদেক ও মহিবুর রহমান মানিক বৈঠকে অংশ নেন। বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের  সচিব, সমবায় অধিদফতরের মহাপরিচালক, মিল্কভিটার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর