মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সম্প্রচারের অপেক্ষায় ১১ বেসরকারি চ্যানেল : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ৪৫টি বেসরকারি টিভি চ্যানেলকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণ সম্প্রচারে আছে ৩০টি। ১১টি সম্প্রচারের অপেক্ষায় আছে এবং চারটি ফ্রিকোয়েন্সি পায়নি। গতকাল সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর (টাঙ্গাইল-৬) এক লিখিত প্রশ্নের জবাবে সংসদে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশন গত ৩০ মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করছে। আর ১ অক্টোবর থেকে বেসরকারি ৩০টি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করছে। তিনি জানান, বেসরকারি মালিকানাধীন এফএম বেতার কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য ২৮ প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক/লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে ২৩টির সম্প্রচার চলছে।

যেসব দেশে বিটিভির সম্প্রচার : বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্য যেসব দেশে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচার করা হচ্ছে তা সংসদকে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বিদ্যমান ফুটপ্রিন্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশ এবং এর আঞ্চলিক জলসীমার বাইরে ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তানে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে। তবে আইপিটিভির মাধ্যমে পৃথিবীর অধিকাংশ দেশে বিটিভির অনুষ্ঠান দেখার সুযোগ রয়েছে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী আরও জানান, ২ সেপ্টেম্বর থেকে ভারতের দূরদর্শনের Direct to Home (DTH) প্ল্যটফরমের মাধ্যমে বিটিভি ওয়ার্ল্ড চ্যানেল ভারতে সম্প্রচার হচ্ছে। গতকাল মোহাম্মদ সাহিদুজ্জামানের (মেহেরপুর-২) এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সর্বশেষ খবর