বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কিছু রাজনৈতিক নেতা দেয়াল তৈরির কাজে নিয়োজিত : ইউনূস

নিজস্ব প্রতিবেদক

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বার্লিন দেয়াল ধ্বংস হলেও অনেক দেয়াল এখনো দাঁড়িয়ে আছে। আমাদের অর্থনৈতিক চিন্তার দেয়াল এখনো ভেঙে ফেলা যায়নি। সম্পদ কেন্দ্রীকরণ ক্রমাগতভাবে সমাজে বিভক্তির দেয়াল তৈরি করে তাকে একটা বিস্ফোরণোন্মুখ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। কিছু রাজনৈতিক নেতা নিজেদের দেয়াল ধ্বংসের বদলে বরং দেয়াল তৈরির কাজে নিয়োজিত রেখেছেন।’

গত ৮ নভেম্বর জার্মানিতে বার্লিন দেয়াল পতনের ৩০তম বার্ষিকীতে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। প্রফেসর ইউনূস বার্লিন নগরীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই ঐতিহাসিক ঘটনা কেবল বার্লিন ও জার্মানিতে নয়, সমগ্র বিশ্বে পরিবর্তনের এক নতুন যুগ সূচনা করেছে।’ তিনি বলেন, ‘বার্লিন দেয়াল পতনের ঘটনা আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ়মূল করেছে যে, আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকলে যে কোনো অসম্ভবকেই আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।’ ‘বার্লিন দেয়াল পতনের প্রভাব শুধু জার্মানিতে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আমরা বিশ্বাস করতে শুরু করি যে, এর ফলে কেবল শান্তি প্রতিষ্ঠাই নয়, পৃথিবীর সব সমস্যার সমাধানও আমাদের দ্বারা সম্ভব হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা ঘটেনি, উল্লেখ করেন সামাজিক ব্যবসার এই প্রবক্তা। তিনি বলেন, ‘এটা এখন পরিষ্কার যে, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি।’

প্রফেসর ইউনূস বলেন, বার্লিন দেয়াল পতনের বার্ষিকী সব পুরনো দেয়াল ও নতুন করে গড়ে ওঠা সব দেয়াল ভেঙে ফেলতে আমাদের নতুন করে ভাবার এবং আমাদের সামনে থাকা অসমাপ্ত কাজগুলো শেষ করতে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করার একটা চমৎকার উপলক্ষ। বার্লিনের মেয়র মাইকেল মুয়েলারের আয়োজনে ৮ নভেম্বর বার্লিনের প্রখ্যাত বোডে মিউজিয়ামে বার্লিন দেয়াল পতনের ৩০তম বার্ষিকী উদযাপনের বিস্তারিত কর্মসূচি শুরু হয়। বার্লিন নগরীর এই অনুষ্ঠানে একমাত্র বিদেশি অতিথি ও মূল ভাষণদাতা হিসেবে আমন্ত্রণ জানানো হয় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে। বার্লিন দেয়াল পতনের শান্তিপূর্ণ বিপ্লবের ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্লিনের মেয়রসহ ৩০০ বিশিষ্ট ব্যক্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর