বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে নিয়ে রাঙ্গার বক্তব্যে জাপার বিস্ময়

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় বলেছেন, জাতীয় পার্টির মতো একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠিত দলের গুরুত্বপূর্ণ পদে থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গার বক্তব্যে দেশবাসীর সঙ্গে আমরাও বিস্ময় প্রকাশ করছি। যাঁর কারণে বাঙালি জাতি একটি স্বাধীন পতাকা পেয়েছে তাকে নিয়ে আপত্তিকর বক্তব্য অমার্জনীয় অপরাধ। প্রয়াত পল্লীবন্ধু এরশাদ ও পল্লীমাতা রওশন এরশাদ তাঁকে সব সময় সম্মান দিয়ে কথা বলেন। গতকাল বিকালে রাজধানীর বনানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো জয়। উল্লেখ্য, ১০ নভেম্বর এক আলোচনা সভায় জাপা মহাসচিব বলেছেন, ‘বাকশাল কায়েম করে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকিয়েছিলেন বঙ্গবন্ধু’। জয় বলেন, পল্লীবন্ধুর প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে জনসম্মুখে  হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র চলছে। পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রতি বছর ১৫ আগস্ট শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন। রাঙ্গা সাহেবের এমন বক্তব্য জাতিকে হতবাক করেছে। কী উদ্দেশ্যে জাপা মহাসচিব এমন বক্তব্য দিয়েছেন তা সরকারকে খুঁজে বের করার দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর