বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ওসমানীতে দেড় কোটি টাকা আত্মসাৎ

সাবেক উপ-পরিচালকসহ চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালকসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে গতকাল সিলেট আদালতে তাদের বিরুদ্ধে এই চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুল আলম।

চার্জশিটে অভিযুক্তরা হলেন- ওসমানী হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মো. আবদুস ছালাম, সাবেক হিসাবরক্ষক আবদুল কুদ্দুছ আটিয়া ও তার ছেলে আরিফ আহমেদ এবং ঢাকার কাকরাইলের মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার জাকির হোসেন।

চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন  দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নুর-ই-আলম। তিনি জানান, দুদকের প্রধান কার্যালয় থেকে গতকাল সিলেটের আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। মামলার তদন্তও প্রধান কার্যালয় থেকে করা হয়।

 চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ২০১৫-১৬ অর্থবছরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কথিত এমএসআর সামগ্রী সরবরাহের নামে ২৪টি ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৬৪ টাকা আত্মসাৎ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর