বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান পাচ্ছেন সিআইপি সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান পাচ্ছেন সিআইপি সম্মাননা

শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (সিআইপি-শিল্প) সম্মাননা দিচ্ছে সরকার। তিনি বৃহৎ শিল্প ক্যাটাগরিতে সিআইপি সম্মাননা পাচ্ছেন। সাফওয়ান সোবহানসহ মোট ৪৮ জনকে এ সম্মাননা দেওয়া হবে। গতকাল শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে সিআইপি-২০১৭ নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন। আগামী ২০ নভেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সিআইপি সম্মাননা তুলে দেওয়া হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআইর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে অবদানের জন্য ‘সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা-২০১৪’ অনুযায়ী ২০১৭ সালের জন্য ৪৮ জন ব্যবসায়ী ও উদ্যোক্তাকে নির্বাচিত করা হয়েছে। জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের ছয়জনসহ মোট আট ক্যাটাগরিতে ৪৮ জনকে সিআইপি সম্মাননা দেওয়া হবে। এসব সিআইপি এক বছরের জন্য পরিচয়পত্র পাবেন, যা দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিতে পারবেন। নির্বাচিত সিআইপিদের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে সম্মাননা পেতে যাচ্ছেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। এ তালিকায় আরও রয়েছেন- এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এফআইসিসিআইর প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমাদ, বাংলাদেশ এপ্লায়ার্স ফেডারেশন (বিইএফ)-এর সভাপতি সালাহউদ্দিন কাশেম খান এবং জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)-এর সভাপতি মির্জা নূরুল গণী শোভন প্রমুখ। এনসিআইডি ক্যাটাগরিতে সিআইপি (শিল্প) নির্বাচিত হয়েছেন ছয়জন, বৃহৎ শিল্প (উৎপাদন) খাতে সিআইপি হয়েছেন ১৫ জন, বৃহৎ শিল্প (সেবা) খাতে পাঁচজন, মাঝারি শিল্প (উৎপাদন) খাতে নয়জন, মাঝারি শিল্প (সেবা) খাতে তিনজন, ক্ষুদ্র শিল্প (উৎপাদন) খাতে পাঁচজন, ক্ষুদ্র শিল্প (সেবা) খাতে একজন, মাইক্রো শিল্প খাতে দুজন এবং কুটিরশিল্প খাতে দুজন সিআইপি (শিল্প) হিসেবে নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ খবর