বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

যশোরে সেনাবাহিনীর পাঁচটি ইউনিট পেল রেজিমেন্টাল কালার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সেনাবাহিনীর পাঁচটি ইউনিট পেল রেজিমেন্টাল কালার

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল যশোর সেনানিবাসস্থ ৫৫ পদাতিক ডিভিশনের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে ফটোসেশনে অংশগ্রহণ করেন -আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘আমাদের দেশের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। সেমতে সেনাবাহিনীও সব দেশের সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। তাদের সঙ্গে প্রশিক্ষণসহ নানা ধরনের চুক্তি হয়। এসব দেশের চাহিদার ভিত্তিতেই হয়।’ গতকাল যশোর সেনানিবাসে সেনাবাহিনীর পাঁচটি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান   অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি আরও জানান, শিগগিরই মিয়ানমার সফরে যাবেন। তখন মিয়ানমার সেনাপ্রধানের সঙ্গে তার বৈঠক হবে। সেখানে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে যোগাযোগ বৃদ্ধির ওপর আলোচনা হবে।

অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের অধিনায়ক যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান, সাবেক সেনাপ্রধান, সেনা ও অসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর