বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চুলায় তৈরি নামিদামি ব্র্যান্ডের লোশন

দেদার বিক্রি হচ্ছে অভিজাত দোকানে

নিজস্ব প্রতিবেদক

চুলায় তৈরি নামিদামি ব্র্যান্ডের লোশন

নানারকম কেমিক্যাল বড় হাঁড়িতে মিশিয়ে চুলায় জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছে ঘন দ্রবণ। এরপর সেই দ্রবণে মেশানো হচ্ছে সুগন্ধি। পুরোপুরি ঠা-া হলে জনসন বেবি লোশনের হুবহু নকল বোতলে ঢুকিয়ে বাজারজাত করা হচ্ছে। নকল জেনেও অতিরিক্ত লাভের আশায় অনেক বড় বড় দোকানেও রাখা হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি সেই নকল লোশন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের আতাসুর এলাকায় অভিযান চালিয়ে এমন নকল বেবি লোশনসহ প্রায় আট কোটি টাকার নকল বেবি কসমেটিক্স জব্দ করেছে র‌্যাব। হাতেনাতে আটক করা হয়েছে পাঁচজনকে। শুধু জনসন বেবি লোশনই নয়, সেখানে পাওয়া গেছে জনসন বেবি অয়েল, অলিভ অয়েল, কুমারিকা হেয়ার অয়েল, ডাবর আমলা তেলসহ আরও বেশ কয়েকটি বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য। অধিকাংশ পণ্যই শিশুদের জন্য তৈরি। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চলা ওই অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। র‌্যাব জানায়, রাতারাতি টাকা-পয়সার মালিক হতে একটা অসাধু চক্র কিছু লোভী বাড়িওয়ালার সহযোগিতায় এসব নকল পণ্য তৈরি করে বাজারে ছাড়ছে। তারা হুবহু নকল বোতল, লেবেল ইত্যাদি তৈরি করছে। কিছু খালি বোতল টোকাইদের মাধ্যমে সংগ্রহ করছে। বাজারে যেসব বিদেশি ব্র্যান্ডের দাম ও চাহিদা বেশি সেগুলোরই নকল হচ্ছে বেশি। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, এই কসমেটিক্সগুলোই সারা দেশে ছড়িয়ে পড়ছে। এগুলো কিনে ক্রেতারা শুধু প্রতারিত হচ্ছেন না, মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বাচ্চাদের জন্য এগুলো অত্যন্ত ক্ষতিকর। এমনকি ক্যান্সারের কারণও হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর