বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চিলেকোঠায় তরুণের গলা কাটা লাশ

বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে একটি বাড়ির চিলেকোঠায় এক তরুণের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আরিফ হোসেন (২৩)। গতকাল দুপুরে লালমোহন সাহা স্ট্রিটে ১৩৯ নম্বর বাড়ির চিলেকোঠা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক সবুজকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গেছে, সবুজের বালু-সিমেন্টের দোকানে কাজ করতেন আরিফ। তার স্ত্রী ইয়াসমিন দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকেন। খবর পেয়ে গতকালই ছুটে আসেন স্ত্রী, সন্তানসহ আত্মীয়রা। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে ওয়ারী থানায় মামলা করেছেন ইয়াসমিন।

ওয়ারি থানার এসআই হারুন-অর-রশিদ জানান, আরিফ ১৬/১৭ বছর ধরে বাড়ি ও দোকানের মালিক সুজনের বালু-সিমেন্টের দোকানে কাজ করে আসছিল। তিনি ওই বাড়ির চিলেকোঠায় একটি ছোট্ট রুমে একা থাকতেন। তবে বাড়িটির ছাদ থেকে আশপাশের কয়েকটি ভবনের ছাদে আসা-যাওয়া করা যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আরিফ দোকানে যায়। কিন্তু গতকাল অনেক বেলা হওয়ার পরও দোকানে যাচ্ছিল না। তাই দোকানের মালিক সুজন এক কিশোরকে খোঁজ নিতে আরিফের রুমে পাঠায়। ওই কিশোর গিয়ে আরিফকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করে। এর পরই বিষয়টি জানাজানি হয়। আরিফের গলা কাটা এবং পেটে গাছের ডালের সুচালো অংশ ঢুকানো ছিল। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশনস) সুজিত কুমার সাহা জানান, আরিফকে কে বা কারা খুন করেছে তা এখনো জানা যায়নি। বাড়ির মালিক সুজন আমাদের তথ্য দিয়ে সহায়তা করছেন।

 ব্যবসায়িক নাকি অন্য কোনো কারণে আরিফকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর