শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অর্থমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা আয়কর দিলেন ৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

আয়কর মেলার উদ্বোধনের পর নিজের ও পরিবারের সদস্যদের রিটার্ন জমা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে এ বছরের জন্য ৯১ লাখ ৪৬ হাজার টাকা আয়কর দিয়েছেন তিনি। পাশাপাশি অর্থমন্ত্রীর স্ত্রীর আয়কর দেওয়া হয়েছে ৭১ লাখ ২৯ হাজার টাকা। পরিবার ও সন্তানসহ মোট আয়কর দেওয়া হয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা। এতে অর্থমন্ত্রীর পরিবারের সম্পদ দেখানো হয়েছে ৩২১ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল অফিসার্স ক্লাবে শুরু হওয়া আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘সম্প্রতি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর আমি আমার সম্পত্তি সন্তানদের নামে হস্তান্তর করে দিয়েছি। এ কারণে এ বছর আমার সম্পদের পরিমাণ কমেছে। এবার আমার করযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকা। এর মধ্যে আয়কর দিয়েছি ৯১ লাখ ৪৬ হাজার টাকা। আমার প্রকৃত সম্পদ ৬৮ কোটি ২২ লাখ টাকা।’ এ সময় স্ত্রী ও দুই মেয়ের করযোগ্য আয়, সম্পদের পরিমাণ ও কর পরিশোধের তথ্যও তুলে ধরেন অর্থমন্ত্রী।

এ ছাড়া তিনি বলেন, ‘আমার স্ত্রীর করযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৫২ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ৭১ লাখ ২৯ হাজার টাকা। আমার স্ত্রীর সম্পদের পরিমাণ ৫০ কোটি ৯৮ লাখ টাকা।’ মুস্তফা কামাল বলেন, ‘আমার বড় মেয়ের করযোগ্য আয় ৭ কোটি ৫২ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ২ কোটি ৮২ লাখ টাকা। তার সম্পদের পরিমাণ ৪১ কোটি ১৩ লাখ টাকা। আর আমার ছোট মেয়ের করযোগ্য আয় ৬ কোটি ৮৬ লাখ টাকা। এতে তিনি কর দিয়েছেন ২ কোটি ৬১ লাখ টাকা। তার সম্পদের পরিমাণ ৬১ কোটি ৮২ লাখ টাকা।’ অর্থমন্ত্রী জানান, পরিবারের সদস্যসহ তাদের চারজনের মোট সম্পদের পরিমাণ ৩২১ কোটি ৬৫ লাখ টাকা। আর মোট কর দেওয়ার পরিমাণ ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর