শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যার পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গতকাল গুঁড়িয়ে ফেলে বিআইডব্লিউটিএ -বাংলাদেশ প্রতিদিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যার পাড় দখল করে গড়ে ওঠা পাঁচটি ইটভাটা গতকাল গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। সেই সঙ্গে ভেঙে ফেলা হয়েছে ছয়টি পাকা দেয়াল ও তিনটি পাকা টয়লেট। উচ্ছেদকৃত বিভিন্ন সামগ্রী নিলামে ১০ লাখ ৫২ হাজার টাকায় বিক্রি করা হয়। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গতকাল পঞ্চম দফার তৃতীয় দিনের অভিযানে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া ও খৈসাইর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুর রহমান হাকিম। এর আগের দিন বুধবার অভিযান চালিয়ে শীতলক্ষ্যা তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর