শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রেনিটিডিন উৎপাদন ও বিক্রি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

দেশে সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রি, বিতরণ ও রপ্তানি স্থগিত ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদফতর। গতকাল অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মেসার্স সারাকা ল্যাবরেটরিজ লিমিটেড এবং মেসার্স এসএমএস লাইফসাইন্স থেকে রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল (এপিআই) আমদানি করা হয়। ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত ফিনিশড প্রোডাক্টের নমুনা অধিদফতরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্যসংস্থার আওতাধীন ল্যাবরেটরিতে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়। পরীক্ষার ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশড প্রোডাক্টে এনডিএমএ ইমপিউরিটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। ফলে দেশে সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধের উৎপাদন, বিক্রি, বিতরণ ও রপ্তানি স্থগিত করা হলো।’

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, ভারতীয় ওই কোম্পানিগুলোর কাঁচামাল পরীক্ষা করে আমরা ক্ষতিকর উপাদানের উপস্থিতি পেয়েছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশে রেনিটিডিনের কাঁচামাল আমদানি, উৎপাদন, বিক্রয়, রপ্তানি স্থগিত থাকবে। কোম্পানিগুলো বাজার থেকে রেডিনিটিডিন সরিয়ে নেবে। অধিদফতরের ড্রাগ সুপারদের আমরা তা মনিটরিং করার নির্দেশনা দিয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর