শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

লেনদেন নেই শেয়ারবাজারে কমছে রাজস্ব

নিজস্ব প্রতিবেদক

লেনদেন নেই শেয়ারবাজারে কমছে রাজস্ব

লেনদেনের পরিমাণ কমায় শেয়ারবাজার থেকে রাজস্ব আয়ের হারও কমছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক মাস ধরে লেনদেন নেমেছে তিনশ কোটি টাকার নিচে। শেয়ার লেনদেনের ওপর রাজস্ব পায় সরকার। বিভিন্ন পর্যায়ে এ রাজস্ব আদায় করা হয়। লেনদেনের পরিমাণ দীর্ঘদিন ধরে কমতে থাকায় এখন রাজস্ব আদায়ের পরিমাণ কমছে ডিএসইতে। সর্বশেষ অক্টোবরে ডিএসই থেকে রাজস্ব আদায় করা হয়েছে ১১ কোটি ২৩ লাখ টাকা। আগের সেপ্টেম্বরে যা ছিল ১৫ কোটি টাকার বেশি। এভাবে প্রতি মাসেই কমছে রাজস্ব আদায়ের পরিমাণ। শেয়ারবাজারে লেনদেনের বিভিন্ন পর্যায় থেকে কর আদায় করা হয়ে থাকে। এরমধ্যে ক্রয়-বিক্রয়, সিডিবিএল ফি সহ বিভিন্নভাবে সরকার রাজস্ব পায়। যত বেশি লেনদেন হয় রাজস্ব তত বেশি পায়। কিন্তু গত কয়েক মাস ধরে লেনদেন কমছে ডিএসইতে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩১০ কোটি টাকার শেয়ার। চলতি মাসে ডিএসইর লেনদেন চারশ কোটি টাকার ওপরে যায়নি। এ মাসে সর্বোচ্চ লেনদেন হয়েছে গত ১২ নভেম্বর ৩৯২ কোটি টাকা। তবে এ সময় গড় লেনদেন ছিল তিনশ কোটি টাকায়। গতকাল লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষ কো¤পানি হলো : রেনেটা, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, গ্রামীণফোন, স্ট্যান্ডার্ড সিরামিক্স, ওয়াটা কেমিক্যাল ও বিকন ফার্মা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর