শিরোনাম
শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় গার্মেন্ট শিল্পে তিন আন্তর্জাতিক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় গার্মেন্ট শিল্পে তিন আন্তর্জাতিক প্রদর্শনী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থবারের মতো শুরু হয়েছে গার্মেন্ট খাতের মেশিনারি, এক্সেসরিজ ও টেকনোলজি নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ‘জিটি ম্যাট’। তিন দিনব্যাপী এ প্রদর্শনীর সহগামী আয়োজন হিসেবে একযোগে শুরু হয়েছে ইয়ার্ন ফ্যাব সোর্সিং এক্সপো ও অফিস আইডিয়া এক্সপো। গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। এ সময় বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি আবদুল কাদের খান, প্রদর্শনীর আয়োজক সংস্থা কাইটস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রোকসানা বেগমসহ গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন খাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে পোশাক খাতের সঙ্গে জড়িত বিভিন্ন আধুনিক মেশিনারি, প্রযুক্তি ও এক্সেসরিজ নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলঙ্কা, তুরস্ক ও

বসুন্ধরায় গার্মেন্ট ইন্দোনেশিয়ার ৭০টি প্রতিষ্ঠান। মেলার ১২০টি স্টলে সাজিয়ে রাখা হয়েছে গার্মেন্ট খাতের বয়লার, ইটিপি, আধুনিক সেলাই মেশিন, সুতা, বোতাম, অগ্নিনির্বাপণ ও প্রতিরোধক প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম, থ্রেড সাকিং মেশিন ইত্যাদি। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় হুইপ বলেন, ‘আমরা বিনিয়োগবান্ধব নীতিমালা প্রস্তুত করেছি। প্রধানমন্ত্রী এ দেশকে এগিয়ে নিতে কর্মসংস্থান ও বিনিয়োগে যত ধরনের সমর্থন প্রয়োজন তা দিয়ে যাচ্ছেন। তিনি যেমন দেশের উন্নয়নে চেষ্টা করে যাচ্ছেন, তেমনি উৎপাদন খাতে জড়িত আপনারা প্রত্যেকে সেই চেষ্টা করে যাচ্ছেন।

মানুষের হাড়ভাঙা পরিশ্রমের কারণে জাতীয় রপ্তানির ৮৪ ভাগ গার্মেন্ট খাত থেকে আসছে। তবে এখনো আমাদের টেক্সটাইল ও এক্সেসরিজ বিদেশ থেকে আমদানি করতে হয়। সেই জায়গাটা পূরণ করতে হবে।’

সর্বশেষ খবর