শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চাঁদ-তারা দেখতে বিজ্ঞান জাদুঘরে শিক্ষার্থীর ঢল

নিজস্ব প্রতিবেদক

নতুন টেলিস্কোপে লাখ কিলোমিটার দূরের গ্রহ-নক্ষত্র চলে আসছে হাতের কাছে! ঠিক যেন হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে মহাকাশের বিস্ময়গুলোকে। আর তাই মহাকাশের গ্রহ-নক্ষত্র কাছ থেকে দেখতে গতকাল আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নামল শিক্ষার্থীসহ নানা স্তরের মানুষের ঢল। প্রতি বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ মহাকাশ পর্যবেক্ষণের আয়োজন করলেও এবার তারা বসিয়েছে অত্যাধুনিক টেলিস্কোপ। গতকাল আকাশ পরিষ্কার থাকায় নগরবাসীকে মহাকাশ দেখার আমন্ত্রণ জানায় প্রতিষ্ঠানটি। সেই আমন্ত্রণে  সাড়া দিয়ে ভিড় জমায় বিভিন্ন বয়সের মানুষ। এর বেশির ভাগই ছিল শিক্ষার্থী। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, শিক্ষার্থীদের ফ্ল্যাটের বন্দী জীবন থেকে বের করে এবং মোবাইল ও ইন্টারনেটের নেশা থেকে মুক্ত করে সৌরজগৎ-বান্ধব বিজ্ঞানমুখী চেতনা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। মানুষের নিষ্কলুষ বিনোদন এবং জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।

 শিক্ষার্থীদের ভিড় দেখেই প্রতীয়মান হয়, মোবাইল-ইন্টারনেটের যুগেও সৌরজগৎ সম্পর্কে জানার অদম্য কৌতূহল রয়েছে মানুষের মধ্যে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর