শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের পদত্যাগ করা উচিত : দুলু

পাবনা প্রতিনিধি

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের পদত্যাগ করা উচিত : দুলু

বিএনপির  সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১০ টাকার পিয়াজ ২৫০ টাকা দিয়ে দেশবাসীকে কিনতে হচ্ছে। যে সরকার পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, তাদের পদত্যাগ করা উচিত। তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি গতকাল বিকালে পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির                 বক্তব্যে এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ২৯ ডিসেম্বর রাতের   আঁধারে জনগণের ভোট কেটে ক্ষমতায় আসা সরকারের পক্ষে জনগণের কষ্টের কথা বোঝার কথা নয়। সাঁথিয়া পৌর সদরের হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত কর্মী সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি কে এম মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি কাজী রাফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান, বিএনপি নেতা সালাহ উদ্দিন ্রআহমেদ, আশিক ইকবাল রাসেল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর