শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছাত্রলীগের হামলায় নব্বান্ন উৎসব পণ্ড

শেকৃবি সংবাদদাতা

ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের শাখা সভাপতির অনুসারীদের হামলায় গতকাল জাতীয় কৃষি দিবস ও নবান্ন উৎসব পণ্ড হয়ে গেছে। এ সময় পিঠা উৎসবের স্টল ভাঙচুরসহ শিক্ষকদের লাঞ্ছিত করা হয়। সেক্রেটারির উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে জাতীয় কৃষি দিবস ও নবান্ন উৎসব শুরু হওয়ায় শাখা ছাত্রলীগ সভাপতির নির্দেশে অনুষ্ঠানে হামলা চালানো হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষি দিবসের আলোচনা সভার একপর্যায়ে প্রধান অতিথি শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল       উদ্দিন আহাম্মদ বক্তৃতাকালে ছাত্রলীগের স্টলে সভাপতি মাসুদুর রহমান মিঠু ও সেক্রেটারি মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে বাগ্বিতন্ডা লাগে। এক পর্যায়ে স্টলটি ভাঙচুর করা হয়। এ সময় উপস্থিত শিক্ষকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. আনিসুর রহমান, গোলাম জিলানী হেলাল, মোফাসসির রহমান শিশির, নিপা মোনালিসা লাঞ্ছিত হন। শাখা ছাত্রলীগ সভাপতি মাসুদুর রহমান মিঠুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তবে সেক্রেটারি মিজানুর রহমান বলেন, ‘যারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেছে তারা ছাত্রলীগ দাবি করতে পারে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর