শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নেপালের ইয়ালা পাহাড় অভিযানে যাচ্ছেন তিন তরুণ

নিজস্ব প্রতিবেদক

নেপালের ইয়ালা পাহাড় অভিযানে যাচ্ছেন বাংলাদেশের তিন তরুণ। এই অভিযানের আয়োজন করেছে ‘রোপফোর আউটডোর এডুকেশন’ নামক একটি সংগঠন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মারুফা হক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের তরুণ যুবকদের জন্য ২০১৮ সাল থেকে মিশন হিমালয় কার্যক্রমের আয়োজন করে আসছি আমরা। এর ধারাবাহিকতায় নেপাল পাহাড় অভিযান আয়োজন। এ আয়োজনে বাংলাদেশ পর্যটন করপোরেশন সহযোগিতা করছে বলেও জানান তিনি। নির্বাচিত তিন তরুণ হচ্ছেন আসাদুজ্জামান, হিবা শরাফ উদ্দিন এবং নীল এইচ জাহান। অনুষ্ঠানে পর্বতারোহী প্রশিক্ষক মীর সামসুল আলম বাবু অভিযাত্রীদের হাতে পতাকা হস্তান্তর করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর