রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাপানি বিনিয়োগ বাড়বে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নানা ধরনের কর জটিলতা ও ব্যবসায়িক পরিবেশের কারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো যাচ্ছে না। কিন্ত সুমিতোমো, নিপ্পন স্টিল, হোন্ডা ও সজিত করপোরেশনের মতো বড় বড় জাপানি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এবার জাপানি বিনিয়োগ নিশ্চিত করতে বড় আকারের করছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর নেতৃত্বে সফররত ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল প্রায় তিন ঘণ্টা চলা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী।

রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহাম্মেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও মনিরুজ্জামান। জাপানি রাষ্ট্রদূতের নেতৃত্বে বৈঠকে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ইন ঢাকা, সুমিতোমো করপোরেশন, মেরুবেনি ও অন্যান্য কোম্পানি, নিপ্পন সিগন্যাল, টেকেন, মাতারবাড়ী প্রকল্প, ওমেরা গ্যাস ওয়ান, জেট্রো, মারুহিসা, ক্যাট গার্মেন্টের প্রতিনিধিরা অংশ নেন।

 করছাড়ের এ সিদ্ধান্তে জাপানি কোম্পানিগুলো ভালো ব্যবসায়িক পরিবেশ পাবে। জাপানিসহ সব বিদেশি কোম্পানি তাদের ব্যবসা বাংলাদেশে সম্প্রসারণ করতে পারবে। এতে দেশের রপ্তানি বাড়বে। ফলে একটা ইতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশের অর্থনীতিতে। রাজস্ব আদায়ও বাড়বে।’

অর্থমন্ত্রী জানান, ‘জাপানের সঙ্গে যে প্রকল্পগুলো আছে, সবই সুন্দরভাবে চলছে। কাজ এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, যে সময় নির্দিষ্ট আছে তার মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। মাতারবাড়ী, মেট্রোরেলসহ সব প্রকল্পেই তারা সন্তুষ্ট।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। তার কার্যক্রম নির্ধারিত আছে। প্রধানমন্ত্রীর অফিস থেকে এ সম্পর্কে নির্দেশনা আমরা মাঝেমধ্যে পাই। এটা অগ্রাধিকার প্রকল্প। আমরা আশা করছি, আড়াইহাজারের অর্থনৈতিক অঞ্চলে জাপানিদের কাছ থেকে বড় বিনিয়োগ আসছে।’

সর্বশেষ খবর