রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

যুবলীগের নাম ভাঙিয়ে টেন্ডারবাজি, ফরিদসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বহুল আলোচিত রেলওয়ে সিআরবির জোড়া খুন মামলার অন্যতম পলাতক আসামি কিশোর গ্যাং লিডার শেখ ফরিদ আহমেদ অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। ফরিদ দীর্ঘদিন পলাতক থেকে রেলের টেন্ডার নিয়ন্ত্রণ, নিয়মিত চাঁদাবাজি, রেলের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি, ইয়াবা ব্যবসা, অস্ত্র তৈরি, মাদক সেবনসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। এ ছাড়া যুবলীগের নাম ভাঙিয়ে রেলওয়েতে টেন্ডারবাজি করে আসছিল। সে জোড়া খুন মামলার অন্যতম আসামি সাইফুল আলম লিমন গ্রুপের অন্যতম সহযোগী। গতকাল ফরিদসহ পাঁচ সন্ত্রাসীকে মাদক সেবন অবস্থায় গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ। রানীর দীঘির পাড়ের ইসহাক ভিলার তৃতীয় তলার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই বাসা থেকে অস্ত্র তৈরি ও মেরামতের বিভিন্ন সরঞ্জাম, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। যুবলীগের দায়িত্বশীল নেতারা বলছেন, ফরিদ যুবলীগের কেউ নন। যুবলীগকে বিতর্কিত করতে এসব ব্যক্তি বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। ফরিদের মতো আরও যারা এসব অপকর্ম করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ‘শেখ ফরিদ রেলওয়ের টেন্ডারবাজি নিয়ে সংঘটিত সিআরবি ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি। সিআরবি এলাকায় ৩০-৪০ জনের একটি কিশোর গ্যাং রয়েছে তার।’ কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘শেখ ফরিদ রেলওয়ের তালিকাভুক্ত ঠিকাদার। প্রতিটি টেন্ডারে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করেন তিনি।’

সর্বশেষ খবর