রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বুলবুলের তান্ডব

সপ্তাহ ধরে বিদ্যুৎবিহীন বরিশালের উজিরপুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সপ্তাহ ধরে বরিশালের উজিরপুর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হলেও এ পর্যন্ত তা মেরামত হয়নি। ফলে রাতে অন্ধকারে থাকছেন দুই লাখ মানুষ, আর দিনে বন্ধ থাকছে সব মিল-কলকারখানা। গত ১০ নভেম্বর বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর তান্ডবে গাছ উপড়ে এবং ভেঙে পড়ে উজিরপুর উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে ৯টি ইউনিয়নের সব জায়গাতেই কমবেশি বিদ্যুৎ সরবরাহ লাইন ছিন্নভিন্ন হয়ে যায়। কিন্তু তারপর এক সপ্তাহ চলে গেলেও সরবরাহ লাইনগুলো স্বাভাবিক করা হয়নি। ফলে মানুষ পড়েছেন মহাবিপাকে। জানা গেছে, বিদ্যুতের অভাবে মরে যাচ্ছে খামারের মুরগি। রিকশা ও অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে না পাড়ায় বিপাকে রয়েছেন ওইসব যানের চালকরা। বিদ্যুৎ না থাকায় মুঠোফোন কোম্পানির টাওয়ারেও নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। এ বিষয়ে উপজেলার শোলক ইউপি চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির জানান, তার ইউনিয়নের অধিকাংশ মানুষই অন্ধকারে রাত কাটাচ্ছেন। বামরাইল ইউনিয়নের হস্তীশুন্ড কাজিরা গ্রামের মনির মাস্টার জানান, ৮ দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন তিনিসহ আশপাশের এলাকার মানুষ।

বরিশাল পল্লী বিদুৎ সমিতি-২ এর উজিরপুরের সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের ১৭৫টি খুঁটি উপড়ে এবং ভেঙে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কর্মীরা দিন-রাত কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে উজিরপুরে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর