রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

৮০ ভাগ কিডনি রোগীর চিকিৎসার সামর্থ্য নেই

প্রতি বছর ৪০ হাজার রোগীর কিডনি বিকল হয়

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর ৪০ হাজার রোগীর কিডনি বিকল হয়। তাদের অধিকাংশই মৃত্যুবরণ করে চিকিৎসার অভাবে। কিডনি ডায়ালাইসিস কিংবা সংযোজন অত্যন্ত ব্যয়বহুল। প্রায় ৮০ ভাগ কিডনি রোগীর এ চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য নেই।

গতকাল রাজধানীর কিডনি ফাউন্ডেশেনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ এস এম মতিউর রহমান ও বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের (বাডাস) সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। সম্মানিত অতিথি ছিলেন লন্ডনের রয়েল হসপিটালের অধ্যাপক মাগদী ইয়াকুব। অধ্যাপক হারুন আর রশিদ বলেন, নীরব ঘাতক কিডনি রোগ কিডনির ক্ষতি করছে কোনো উপসর্গ ছাড়াই। কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে ৬০ ভাগ ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময় সম্ভব। এ রোগ প্রতিরোধে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ছাড়াও কায়িক শ্রম, অতিরিক্ত লবণ, ফাস্টফুড, চর্বি জাতীয় ও ভেজাল খাবারসহ ধূমপান বর্জন করার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ খবর