সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আয়কর মেলা

২৮৩ কোটি টাকা দিলেন ৯৩ হাজার করদাতা

নিজস্ব প্রতিবেদক

দশম আয়কর মেলা-২০১৯ এর চতুর্থ দিনে গতকাল সারা দেশে ২৮২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৫৭৯ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন ৯২ হাজার ৯১৬ করদাতা। একই দিনে নতুন করদাতা হয়েছেন ৪ হাজার ৫৬২ জন। আর মেলায় এসে সেবা নিয়েছেন ২ লাখ ৯২ হাজার ৫২৫ করদাতা। গতকাল সারা দেশের মেলা শেষে গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। সংস্থাটি আরও জানিয়েছে- গতকাল পর্যন্ত আয়কর মেলার প্রথম চার দিনে সারা দেশে মোট ১ হাজার ৩৪৬ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৫১২ টাকা কর দিয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৫৬৫ করদাতা। নতুন করদাতা হয়েছেন ১৬ হাজার ৫৪১ জন। আর মেলায় এসে সেবা নিয়েছেন ৯ লাখ ৬৮ হাজার ৯০৭ করদাতা। এদিকে গতকাল সপ্তাহব্যাপী আয়কর মেলার চতুর্থ দিনেও করদাতাদের ঢল নামে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে। মেলা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্ন দাখিলের লক্ষ্যে করদাতাদের জন্য এক ছাদের নিচে সব সেবা নিশ্চিত করেছেন আয়োজকরা। আয়োজকরা জানিয়েছেন- এবার প্রথমবারের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও আয়কর দিতে পারছেন করদাতারা। এবারই প্রথম রকেট, ইউপে, বিকাশ, নগদ এবং শিওরক্যাশ এনবিআরের ই-পেমেন্ট পোর্টালের সঙ্গে সংযুক্ত হয়েছে। ফলে সহজেই আয়কর দিতে পারছেন করদাতারা। একই ছাদের নিচে ই-টিআইএন, পুনঃনিবন্ধন, রিটার্ন জমাসহ নানা সেবা মিলছে। করমেলায় করদাতারা আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে নানা সেবা পাচ্ছেন। এ ছাড়া কর পরিশোধের জন্য রয়েছে ব্যাংক বুথ। নারী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। করদাতাদের সার্বিক বিষয়ে সহায়তার জন্য সহায়তা কেন্দ্রও আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর