সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজনৈতিক শূন্যতায় মানুষ বিকল্প শক্তি খুঁজছে

-জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সাধারণ মানুষ দেশের রাজনৈতিক শূন্যতা ও সামাজিক অস্থিরতায় বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই প্রত্যাশা করে। তিনি বলেন, দেশের মানুষের আশা জাতীয় পার্টি আরও শক্তি অর্জন করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অবদান রাখবে। তাই জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। গতকাল জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে ও সদস্য সচিব মো. বেলাল হোসেন সভা পরিচালনা করেন। লিয়াকত হোসেন খোকা ৭ ডিসেম্বর সকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়  স্বেচ্ছাসেবক পার্টির জাতীয় সম্মেলন সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

জাপা প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার অসুস্থ : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার  হোসেন খান গুরুতর অসুস্থ। তিনি তেজগাঁও ইমপালস্ হাসপাতালে ১১১৭ নম্বর কেবিনে মেডিসিন ও গ্যাস্ট্রলজি বিভাগের অধ্যাপক মহসিন আহমদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। সুস্থতা কামনায় মিসেস দেলোয়ার সবার দোয়া কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর