শিরোনাম
সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাবি শিক্ষক-শিক্ষার্থীদের ৯ দাবি

রাজশাহী বিশ^বিদ্যালয় প্রতিনিধি

রাবি শিক্ষক-শিক্ষার্থীদের ৯ দাবি

রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের বিশ^বিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষকরা। গতকাল বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সামনে ‘নিপীড়ন বিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য রাজশাহী বিশ^বিদ্যালয়’র ব্যানারে মানববন্ধন করেন তারা। অন্যান্য দাবিগুলো হচ্ছে- ‘দায়িত্ব অবহেলার জন্য হল প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হলে মামলাসহ সব ব্যয়ভার বিশ^বিদ্যালয় প্রশাসনকে বহন করা, আবাসিক হলগুলো সিসিটিভির আওতায় আনা, হলগুলোতে বৈধ সিট বণ্টন করা এবং হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হলে সিট বণ্টন ও আবাসনে কোনো ছাত্র সংগঠনের হস্তক্ষেপের সুযোগ না দেওয়া, হলে অবৈধভাবে বসবাসরতদের বের করে দেওয়া, রাজনৈতিক মত ভিন্নতার কারণে কোনো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে অসদাচরণ না করা এবং তাদের মৌলিক অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেওয়া।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর