শিরোনাম
সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছয় গুণী পেলেন বশির আহমেদ সম্মাননা

সাংস্কৃতিক প্রতিবেদক

ছয় গুণী পেলেন বশির আহমেদ সম্মাননা

আজ একুশে পদকপ্রাপ্ত শিল্পী বশির আহমেদের ৮০তম জন্মদিন। আর জন্মদিনের আগের দিন গতকাল ছয় গুণীকে প্রদান করা হয় বশির আহমেদ সম্মাননা। ছয়টি শাখার মধ্যে সংগীতের চার শাখায় এই সম্মাননা পেয়েছেন কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান, সুরকার শেখ সাদী খান, গীতিকবি শহীদুল্লা ফরায়জী ও যন্ত্রসংগীত শিল্পী চন্দন দত্ত। গণমাধ্যম শাখায় এই সম্মাননা পেয়েছেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ এবং সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন কবি নাসির আহমেদ। এদিন নানা আয়োজনে প্রয়াত এই শিল্পীর জন্মদিন উদযাপন করে সারগাম সাউন্ড স্টেশন। বশির আহমেদ সম্মাননা প্রদান, স্মৃতিচারণ ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সাজানো ছিল জন্মজয়ন্তীর এ আয়োজন। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় বশির আহমেদের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ অনুষ্ঠান। সবশেষে সাংস্কৃতিক পর্বে বশির আহমেদকে নিবেদিত গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘পাপা’ শিরোনামের নতুন গান যুগল কণ্ঠে গেয়ে শোনান রাজা বশির ও হোমায়রা বশির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর