সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা আরও ৯০ দিন বাড়ল

নিজস্ব প্রতিবেদক

খেলাপিদের ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ৯ শতাংশ সুদহারে ঋণ পুনঃতফসিলের বিশেষ সুবিধার আবেদন আরও ৯০ দিন বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আদালতের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত  নিয়ে গতকাল এ বিষয়ে সার্কুলার জারি করেছে। ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট-সংক্রান্ত বিশেষ নীতিমালার ওপর নতুন সার্কুলারটি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ৩ নভেম্বর খেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারকে বৈধ ঘোষণা করে তার মেয়াদ ৯০ দিন পর্যন্ত বাড়ানোর রায় দেয় হাই কোর্ট। পাশাপাশি ঋণ অনুমোদন ও আদায়ের ক্ষেত্রে ব্যাংকগুলোর দুর্বলতা চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের বিষয়ে পরামর্শ দিতে ৯ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। আদালতের এ নির্দেশে সার্কুলার জারি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর