বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রকল্পের যানবাহন ব্যবহারে অনিয়ম হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকল্পের যানবাহন ব্যবহারে অনিয়ম হলে ব্যবস্থা

প্রকল্পের যানবাহন ব্যবহারে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া প্রকল্পের যানবাহন যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তদন্ত করে দেখতে একটি সংসদীয় সাব কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্তে যানবাহন ব্যবহারে অনিয়ম পরিলক্ষিত হলে দায়ী কর্মকর্তাদরে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে। সাব কমিটিকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে কমিটির কাছে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দশম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার। কমিটির সদস্য মো. আবু জাহির, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম ও বেগম নার্গিস রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনরে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কমিটিকে জানানো হয়, গত অক্টোবর পর্যন্ত সারা দেশে ৩১ লাখ ৫ হাজার ৪১০টি প্রিপেইেড/স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর