শিরোনাম
বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সড়ক পরিবহন আইন কারও ক্ষতি করবে না

------- ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্মঘট করে মানুষকে কষ্ট দেবেন না। সড়ক পরিবহন আইন মেনে চলুন। এ আইন কারও ক্ষতি করবে না। জনস্বার্থে এ আইন করা হয়েছে। সড়কের যে আইন হয়েছে সেজন্য আমি পরিবহন মালিক, শ্রমিক, ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের অনুরোধ জানাব আইনটি মেনে চলুন। এ আইন সড়কের শৃঙ্খলার জন্য, কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়। শেখ হাসিনা আইন করেছেন কাউকে শাস্তি দিতে  নয়। আইনের প্রয়োগে বাড়াবাড়ি হবে না। গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে গতকাল বিকালে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সিমিন হোসেন রিমি এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, সামসুন্নাহার এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান।

 সেতুমন্ত্রী বলেন, তৃণমূলে আপনাদের এক থাকতে হবে। কমিটি করতে গিয়ে পকেট কমিটি করবেন না। দুঃসময়ের ত্যাগীদের অগ্রাধিকার দিতে হবে। ক্লিন ইমেজের লোকদের আওয়ামী লীগে অবশ্যই স্বাগত জানাব। কিন্তু দূষিত রক্ত আমাদের দরকার নেই। তিনি বলেন, দল ভারি করার জন্য খারাপ লোকদের আনবেন না। এই খারাপ লোকেরা বসন্তের কোকিল। বসন্ত এলে আসবে ক্ষমতা চলে গেলে ৫ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগ আদর্শের দল। আমাদের আদর্শ হচ্ছে আমাদের শিকড়। আদর্শের শিকড় থেকে বিচ্যুত হলে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগ বাঁচবে যত দিন আমরা বঙ্গবন্ধুর আদর্শ আঁকড়ে ধরে রাখব। আমরা যত দিন আদর্শের শিকড়ের সঙ্গে যুক্ত থাকব তত দিন আওয়ামী লীগ বেঁচে থাকবে। আর বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। তিনি বলেন, কয়েক দিনের মধ্যে পিয়াজের মূল্য স্বাভাবিক হবে। লবণ নিয়ে কারসাজি শুরু করেছে। সিন্ডিকেট ভেঙে দিতে হবে। মন্ত্রী বলেন, বিএনপির আর কোনো ইস্যু নেই। বিএনপির এখন বেলা শেষ। শেষ বেলায় বিএনপি নেতারা ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। বিএনপির হাতে আমরা কোনো ইস্যু দেব না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর