বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কবি সুফিয়া কামালের ২০তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

কবি সুফিয়া কামালের ২০তম মৃত্যুবার্ষিকী

জননী সাহসিকা হিসেবে খ্যাত কবি বেগম সুফিয়া কামালের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদ রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ ও নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা পালন করেছেন। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণসহ  কার্ফু উপেক্ষা করে মিছিল বের করেন। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। প্রতিটি প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছেন। সুফিয়া কামাল দেশ-বিদেশের ৫০টির বেশি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, সোভিয়েত লেনিন পদক, একুশে পদক, বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ও স্বাধীনতা দিবস পদক অন্যতম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর