বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সরকার চাইলে পিয়াজসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব : জি এম কাদের

লালমনিরহাট প্রতিনিধি

সরকার চাইলে দ্রুততার সঙ্গে কঠোর পদক্ষেপের মাধ্যমে পিয়াজসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

গতকাল দুপুরে লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পিয়াজসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়সহ নিজ নিজ মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার  এদিকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবে। নতুন সড়ক আইনের ব্যাপারে জি এম কাদের বলেন, ‘সড়কে নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। সড়ক নিরাপদ করতে সরকারের নতুন আইনকে সবার সমর্থন করা উচিত। বর্তমান সড়ক আইন সম্পর্কে সবাইকে সচেতন হওয়া উচিত।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর