শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভূমি অধিগ্রহণে দালাল ঠেকাতে দুই উদ্যোগ

চট্টগ্রাম জেলা প্রশাসন

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দালাল ঠেকাতে বিশেষ দুটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তা হচ্ছে- প্রকৃত ভূমি মালিকদের প্রকল্পস্থানেই চেক বিতরণ এবং ভূমির মালিকদের অনলাইনে আবেদন গ্রহণ। ইতিমধ্যে দুটি উদ্যোগই বাস্তবায়ন শুরু হয়েছে। গতকাল সীতাকুন্ডে ভূমি মালিকদের হাতে সরাসরি চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আমিরুল কায়ছার বলেন, ‘আমরা চাই এলএ শাখা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থাকুক। এ জন্য আমরাই প্রকল্প স্থানে গিয়ে ভূমির ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করি। কাউকে আর এলএ শাখায় আসতে হবে না। সপ্তাহের রবিবার আবেদন করলে বাকি তিন দিন কাগজপত্র যাচাই, শুনানিসহ প্রয়োজনীয় কাজ শেষে বৃহস্পতিবারই চেক বিতরণ করা হচ্ছে। তবে জায়গাটি হতে হবে নিষ্কণ্টক। তাছাড়া ক্ষতিপূরণের জন্য অনলাইনে আবেদন করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।’ জানা যায়, এলএ শাখা নিয়ে নানা অভিযোগ ও সমালোচনা দীর্ঘদিনের। এরই পরিপ্রেক্ষিতে দুর্নীতি-অনিয়ম বন্ধে এসব উদ্যোগ নেওয়া হয়।

বর্তমানে প্রকল্প স্থানে গিয়ে প্রয়োজনীয় সব কাজ শেষ করতে চারজন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, চারজন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, চারজন কানুনগো, ২০ সার্ভেয়ার এবং তিনজন অফিস সহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সামগ্রিক কাজের সমন্বয় করছেন। শুনানির আগের দিন প্রকল্প সংশ্লিষ্ট ইউনিয়নে করা হয় মাইকিং। তাছাড়া ক্ষতিপূরণ প্রদান কাজে যুক্ত করা হচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদেরকে।

সর্বশেষ খবর