শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ

চট্টগ্রামে জরিমানা ১৪৬ যাত্রীকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পূর্বাঞ্চল রেলওয়ের ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ভাড়াসহ প্রায় ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ১৪৬ যাত্রীকে। গত বুধবার রাত পর্যন্ত তূর্ণা-নিশীথাসহ চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনের যাত্রীদের টিকিট চেক করা হয়। সে সময় বিনা টিকিটে ভ্রমণরত ১৪৬ যাত্রীকে এ জরিমানা করা হয় বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) এস এম মুরাদ হোসেন। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন ট্রেনের দায়িত্বশীল কর্মকর্তাকে টিকিট চেকিংয়ের জন্য নির্দেশনা দেওয়া রয়েছে।

সে অনুযায়ী নিয়মিত চেকিংব্যবস্থা জোরদার করা হয়। নিয়মিত চেকিং চালু রাখলে কোনো যাত্রী বিনা টিকিটে যাত্রা করবেন না।

চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. আনসার আলী বলেন, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ৪৩ হাজার ৭৪৫ ও জরিমানা বাবদ ৪০ হাজার ৫৭৫ টাকা আদায় করা হয়।

সর্বশেষ খবর