শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মহাসড়কে সংযুক্ত সংযোগ সড়ক প্রশস্ত করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

মহাসড়কে সংযুক্ত সংযোগ সড়ক প্রশস্ত করার সুপারিশ

ঢাকা-খুলনা মহাসড়কের সঙ্গে সংযুক্ত বিভিন্ন জেলার সংযোগ সড়কগুলো প্রশস্ত করার জন্য সড়ক ও জনপথ অধিদফতর নতুন প্রকল্প গ্রহণ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি কমিটি নার্সিং বিষয়ে মহিলাদের জন্য ঢাকায় ‘কমিউনিটি নার্সিং ডিগ্রি কলেজ স্থাপন’ প্রকল্পের অগ্রগতির বিস্তারিত তথ্য কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা এবং আহসান আদেলুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থার চলমান প্রকল্প, সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)-র চলমান, প্রস্তাবিত এবং সংস্কারপূর্ণ প্রকল্পসমূহের ওপর আলোচনা হয়। এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ দফতরের ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২৩টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে কমিটিকে জানানো হয়।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর